×

জাতীয়

৫ সিটি নির্বাচন: আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক বিকেল ৩ টায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০২:৩৩ পিএম

৫ সিটি নির্বাচন: আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক বিকেল ৩ টায়

ফাইল ছবি

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩ টায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাই বৈঠকে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা, স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিট্রেট নিয়োগ, ঝুকি পূর্ণ কেন্দ্র বাছাই ও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা,সিসি ক্যামেরা বসানো এবং গণমাধ্যমের সঙ্গে আচরন বিধি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। যে কোন মূল্যে এ ৫ সিটি নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ গ্রহনযোগ্য করে জাতীয় নির্বাচনে দল ও ভোটারদের আস্থা অর্জনে মরিয়া ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App