×

আন্তর্জাতিক

২০২৪ সালের নির্বাচনে জয় দেখছে বাইডেন শিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:২৩ পিএম

২০২৪ সালের নির্বাচনে জয় দেখছে বাইডেন শিবির

ছবি: সংগৃহীত

প্রার্থিতা ঘোষণায় খানিকটা সময় নিলেও যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে জো বাইডেনের প্রচার শিবির। বলেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্রেটিক প্রার্থী সহজ জয় পেতে চলেছেন।

বৃহস্পতিবার (১৭ মে) বাইডেনের প্রচার শিবির সংবাদ মাধ্যমে নিজেদের মেমো বা স্মারক প্রকাশ করে।

যদিও জনমত জরিপগুলোতে ৮০ বছর বয়সের প্রসিডেন্টের প্রতি ভোটারদের খুব বেশি উৎসাহ দেখা যাচ্ছে না।

যদি বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তবে ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ হতে হতে তার বয়স হবে ৮৬ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনই তিনি সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনা ও জর্জিয়াতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় জিনিয়ে নিয়েছিলেন বাইডেন। তার প্রচার শিবিরের ম্যানেজার জুলি রদ্রিগুয়েজ এদিন প্রকাশিত স্মারকে বলেন, প্রেসিডেন্ট চান ওই দুই রাজ্যে গত নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হোক।

প্রেসিডেন্ট ফ্লোরি‍ডার কথা ভুলে যেতে চাইবেন না বলেও যোগ করেন তিনি। গত নির্বাচনে ফ্লোরিডা রিপালিকানদের ঘরে গিয়েছিল।

এবার ফ্লোরিডা থেকে রিপালিকানরা দুইজন প্রার্থী পেয়েছে। একজন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং অন্যজন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস।

বাইডেনকে অবশ্য তার দলের প্রার্থীতা পেতে খুব বেশি বিরোধিতায় পড়তে হচ্ছে না।

গত বছর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করেছে বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি।

বিষয়টি প্রেসিডেন্ট নির্বাচনে তাদের পক্ষে কাজ করবে জানিয়ে রদ্রিগুয়েজ বলেন, ‘‘এর অর্থ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সামনে এবারের লড়াইয়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে বেশ কয়েকটি কার্যকর পথ খোলা আছে।”

যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্টকে নির্বাচিত হতে হলে অবশ্যই বিভিন্ন রাজ্য থেকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

রদ্রিগুয়েজ তার স্মারকে আরো জানান, এবার বাইডেনের প্রচার শিবির মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিন, নেভাডা ও নিউ হ্যাম্পশায়ারের মত রাজ্যগুলোতে অধিক মনযোগ দেবে। যেগুলোতে গতবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল।

ওই রাজ্যগুলোর সবই ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানদের জয় পাওয়ার ইচ্ছার তালিকায় রয়েছে।

তবে যেখানে শুধু হড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেখানেই নয় বরং অ্যারিজোনা ও জর্জিয়ার মত রাজ্য সেখানে সম্প্রতি ডেমেক্রেটরা জয় পেয়েছে সেগুলোর সুরক্ষায়ও কাজ করা হবে বলে জানান বাইডেনের প্রচার শিবিরের ম্যানেজার।

তিনি বলেন, ‘‘আমরা এই ম্যাপটাকে বাড়িয়ে নর্থ ক্যারোলিনা এবং ফ্লোরিডাকেও অন্তর্ভুক্ত করতে চাই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App