×

জাতীয়

সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৭:৫২ পিএম

সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে ৭২১ বাংলাদেশিকে সরকারি খরচে সুদান থেকে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর আফ্রিকার দেশটিতে এক হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮০০ বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। পরে সেখান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

তিনি আরো বলেন, ‘সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইনসে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছনো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটরের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিকে নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারব বলে আমাদের বিশ্বাস।’

গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭২১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App