×

বিনোদন

পশ্চিমবঙ্গে দেখানো যাবে দ্য কেরালা স্টোরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:২৯ পিএম

পশ্চিমবঙ্গে দেখানো যাবে দ্য কেরালা স্টোরি

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দেখানো যাবে দ্য কেরালা স্টোরি

আলোচিত-সমালোচিত হিন্দি সিনেমা দ্য কেরালা স্টোরি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে এই ছবি চালানো যাবে না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের ওই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। ফলে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে এই সিনেমা প্রদর্শনে আর কোনো বাধা থাকল না।

৮ মে পশ্চিমবঙ্গ সরকার সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিনেমা নির্মাতারা। বৃহস্পতিবার সেই মামলাতেই রাজ্য সরকারের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য ছিল, বিতর্কিত এই সিনেমা ঘিরে অশান্তি ছড়াতে পারে। সে কারণেই প্রদর্শন বন্ধ রাখা প্রয়োজন। এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেনি সুপ্রিম কোর্ট।

কেরালায় কীভাবে নারীদের ধর্মান্তরিত করে আইএস বানানো হচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিটির ট্রেলার প্রকাশ পাওয়ার পরই শুরু হয় বিতর্ক। সিনেমায় বলা হয়েছে, কেরালার ৩২ হাজার নারীকে আইএস সিরিয়ায় নিয়ে গেছে। এ বিষয়ও আদালত পর্যন্ত পৌঁছেছিল। আদালতের নির্দেশে ছবির প্রযোজকেরা ৩২ হাজার সংখ্যাটি বদলে ৩ করতে বাধ্য হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App