×

মুক্তচিন্তা

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অনুকরণীয় হতে পারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১২:৪৬ এএম

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অনুকরণীয় হতে পারে

সেবার মান এবং অন্যান্য গতিশীল কার্যক্রমের মাধ্যমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কয়েক মাস ধরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন র‌্যাঙ্কিংয়ের মধ্যে হাসপাতালটি এগিয়ে আছে। ১ম স্থানও অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় দায়িত্ব গ্রহণের পর থেকে সব কার্যক্রমে গতি আগের চেয়ে বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে স্বাভাবিক প্রসব, সিজার, মাইনর অপারেশন, মেজর অপারেশন, অর্থোপেডিক্স, নারীদের জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা, সাপে কাটা রোগীর চিকিৎসা, করোনা টিকাসহ সব জরুরি সেবার ব্যবস্থা ও আধুনিকায়ন করা হয়। ২০২২ সালের আগস্ট মাসে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেবাদান সূচকে স্বাস্থ্য অধিদপ্তরের করা র‌্যাঙ্কিংয়ে সারাদেশে ১ম স্থান লাভ করেছে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের বহির্বিভাগে প্রায় প্রতিদিনই ৮০০-এর কাছাকাছি রোগী সেবা নিচ্ছেন এবং অন্তঃবিভাগে ৫০ শয্যার ধারণক্ষমতার চেয়ে দেড় থেকে দিগুণ রোগী ভর্তি থাকছেন। নিয়মিত অপারেশনের পাশাপাশি হার্নিয়ার মতো জটিল সার্জিক্যাল অপারেশনও সম্পন্ন হয়েছে সফলতার সঙ্গে, যা ছাগলনাইয়াবাসীর মনে হাসপাতালের সেবার মানের ওপর এনেছে গভীর আস্থা ও আত্মবিশ্বাস। এছাড়াও হাসপাতালে কোভিড এবং ইপিআইর টিকা প্রদান কার্যক্রম, বিশেষ বুস্টার ডোজ ক্যাম্প, ভায়া ক্যাম্পসহ মাঠপর্যায়ে কমিউনিটি ক্লিনিকের ঈঐঈচ-দের এবং স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টার ফলে অন্যান্য কার্যক্রম যথানিয়মে সফলতার সঙ্গে চলছে। সাপে কাটা রোগীদের চিকিৎসা নিয়ে আমাদের দেশে প্রচুর ভুল ধারণা রয়েছে। বিজ্ঞানভিত্তিক চিকিৎসা সাপে কাটা রোগীর মৃত্যুঝুঁকি অনেকাংশে কমায়। সাপে কাটা রোগীদের যথাসাধ্য উন্নত চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া যায়। যার ফলে মাঠ কর্মীদের নিরলস পরিশ্রম এবং অনলাইন কার্যক্রম বেড়েছে। এমন এগিয়ে যাওয়ার পেছনে স্বাস্থ্যসেবার বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করে পরিচালনা করা হচ্ছে। পরিশেষে বলতে চাই, সারাদেশের অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুকরণীয় হতে পারে!

কাজী সুলতানুল আরেফিন : লেখক, ছাগলনাইয়া, ফেনী। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App