লিওনেল মেসিকে পেতে অর্থের পরিমাণ বাড়িয়ে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব।
আর্জেন্টিনারে এই অধিনায়ককে ১ বছরের জন্য ৫০ কোটি ইউরো দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। খবর রুরেসের।
এর আগে জানা গিয়েছিল, মেসিকে ২ বছরের জন্য পেতে সৌদি ৪০ কোটি ইউরো দেবে। খবর এএফপির,
আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন তিনি। এ খবর অবশ্য উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে বলেছিলেন, তার ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।