×

সারাদেশ

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:২৮ এএম

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

ছবি: সংগৃহীত

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

ছবি:

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহীতে হাজীদের ভ্যাকসিনে দুর্নীতি!

ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহীতে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ মে) সকালে সিভিল সার্জন অফিসে ভ্যাকসিনের জন্য এসে অপমান হয়ে ফিরে যেতে হয়েছে কয়েকশো নিবন্ধিত হজযাত্রীকে। এমন বিতর্কিত কাণ্ডে তারা ক্ষুব্ধ। এ সময় তোপের মুখে হাতজোড় করে ক্ষমা চান এ অফিসের একজন কর্মকর্তা। তবে অফিসে এতকিছু ঘটে গেলেও সকাল ১০টা নাগাদ কার্যালয়েই আসেননি খোদ সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

[caption id="attachment_431251" align="alignnone" width="1159"] ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী[/caption]

জানা গেছে, পবিত্র হজ পালনে নিবন্ধিত ব্যক্তিদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন নিতে হয়। সরকারিভাবে হজ গমণকারীদের ভ্যাকসিন দেয়ার পর বেসরকারি এজেন্সিতে নিবন্ধিতরা ভ্যাকসিন পেয়ে থাকেন। ইতোপূর্বে সরকারিদের ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে বুধবার (১৭ মে) সকাল থেকে ভ্যাকসিন দেয়ার কথা ছিল বেসরকারি এজেন্সিতে নিবন্ধিতদের।

[caption id="attachment_431253" align="alignnone" width="1600"] ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী[/caption]

ঘোষণা মোতাবেক, নগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়ান কয়েকশো নিবন্ধিত হাজী। তাদের অধিকাংশই ছিলেন বয়স্ক। প্রায় ৩ ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখার পর তাদের জানানো হয়, ‘৫০ জনের কাগজ নেয়া হয়েছে। আর কাউকে ভ্যাকসিন দেয়া হবে না। ভ্যাকসিন নেই।’

এ সময় ক্ষুব্ধ হয়ে নিবন্ধিত হাজীরা দোতলায় গেলে এক কর্মকর্তা তোপের মুখে হাতজোড় করে ক্ষমা চান।

এদিন নিশাত ট্রাভেলস এজেন্সি থেকে ১৭৩ জনকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছিলেন আতাউর রহমান। তিনি ভোরের কাগজকে বলেন, ‘হাজীরা কষ্ট করে দূর থেকে গ্রাম থেকে আসেন। সকাল থেকে দাঁড় করিয়ে রেখে পরে বলছে ভ্যাকসিন শেষ। এটা অবহেলা। হাজিরা হতাশ। বিভাগীয় শহরে ভ্যাকসিন না দিয়ে যেতে বলছে অন্য জেলায়। এসব মেনে নেয়া যায় না। অবিলম্বে রাজশাহীতেই ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।’

[caption id="attachment_431254" align="alignnone" width="1600"] ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী[/caption]

নিবন্ধিত আরেকজন হাজি অভিযোগ করেন, ‘উনারা (সিভিল সার্জন অফিস) বলছেন- রাজশাহীর কোটা ফিলাপ হয়ে গেছে! আমরা রাজশাহীর মানুষ, আমরা পেলাম না কেন? আমাদের রাজশাহীর ভ্যাকসিন কারা নিয়ে গেল? অবশ্যই এখানে দুর্নীতি হয়েছে।’

এ ব্যাপারে রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক ভোরের কাগজকে জানান, ‘বিষয়টি ঢাকায় জানিয়েছি। চিন্তার কারণ নেই। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে।’

[caption id="attachment_431255" align="alignnone" width="1600"] ছবি: কাগজ প্রতিবেদক, রাজশাহী[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App