×

জাতীয়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:১৮ এএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: ভোরের কাগজ

বেশ কিছুদিনের তীব্র তাপদাহের পরে রাজধানী জুড়ে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার পর থেকেই বইছে মুষলধারে এ বৃষ্টি শুরু হয়। এর আগে ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে গতকাল (মঙ্গলবার) রাতেও রাজধানীতে বৃষ্টি হয়েছিল।

[caption id="attachment_431247" align="aligncenter" width="1156"] পুরান ঢাকার বংশাল থানাধীন নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোডে বৃষ্টির পর জলবদ্ধতা নগরবাসীর জন্য দুর্ভোগ ডেকে এনেছে। ওই এলাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুধবার ওই এলাকা থেকে ছবিটি তুলেছেন ভোরের কাগজের ফটোসাংবাদিক মো. শাহাদাত হোসেন[/caption]

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির এ ধারা চলতে পারে বৃহস্পতি-শুক্রবারও।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ: রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App