×

জাতীয়

নেপাল থেকে ২ মাসের মধ্যে আসবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:২২ এএম

নেপাল থেকে ২ মাসের মধ্যে আসবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

ভারতের পর এবার নেপাল থেকে দেশে বিদ্যুৎ আমদানি করবে সরকার। প্রথমবারের মতো আমদানিকৃত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ২ মাসের মধ্যে জাতীয় গ্রিডে যোগ করা হবে বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

তিনি জানান, আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তি সই হবে। বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির ৫ম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালীর পায়রায় ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে দু'দেশের সচিব পর্যায়ের এই সভার আয়োজন করা হয়। এর আগেরদিন সোমবার একই স্থানে যুগ্ম সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছিল।

জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ হাবিবুর রহমান এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব দীনেশ কুমার ঘিমির নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নভেম্বরে নেপালে কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন আরও বলেন, সভায় দুদেশের বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যার অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ-নেপাল একমত পোষণ করেছে। সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- আগামী ২ মাসের মধ্যে নেপাল থেকে ভারতের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারা গ্রিডের মাধ্যমে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এ ছাড়া নেপালে বাস্তবায়িতব্য ভারতের জিএমআর গ্রুপের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে খুব শিগগিরই চুক্তি সই হবে।

সূত্রমতে, নেপাল এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগে নেপালে ৬৮৩ মেগাওয়াট সানকোশি-৩ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। ওই কেন্দ্রের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।

আগামী ৬ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার বিষয়ে দুদেশ সম্মতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App