×

শিক্ষা

চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ২৫ মে পর্যন্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:০৮ এএম

চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ২৫ মে পর্যন্ত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শুরু হলো। বিভিন্ন ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। গতকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটভুক্ত অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের পরীক্ষা আজ বুধবারও অনুষ্ঠিত হবে। প্রায় ৭৪ হাজার পরীক্ষার্থী এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। একসঙ্গে এত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে তীব্র যানজট লেগে যায়।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ। তবে প্রথম দিন শাটল ট্রেন দেরি করায় ১১টার পরিবর্তে সোয়া ১১টায় পরীক্ষা শুরু হয়। শাটল ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এছাড়া বড়দীঘির পাড় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্যাম ছিল পরীক্ষা শুরুর আগ পর্যন্ত। এতে করে কিছু শিক্ষক বাস এবং শিক্ষার্থীরা আসতে দেরি হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল বন্ধ থাকায় শেষ মুহূর্তে পরীক্ষার হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়। প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে।

এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়।

পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দেসহ সংশ্লিষ্ট শিক্ষকরা ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। উপাচার্য উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রফেসর ড. শিরীণ আখতার পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘেœ অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম শিকদার সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের নতুন শিডিউল দিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যও যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা চলার সময় একাডেমিক ক্লাস, পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App