×

আন্তর্জাতিক

ঋণসংকট সমাধানে বিদেশ সফরে কাটছাট বাইডেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:২২ পিএম

ঋণসংকট সমাধানে বিদেশ সফরে কাটছাট বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহধর্মিণী ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: ওয়াশিংটন পোস্ট

জাপানে জি-৭ বৈঠকের পরই যুক্তরাষ্ট্র ফিরবেন বাইডেন। এর জন্য তাকে কোয়াড বৈঠক ও অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে। মূলত ঋণ সংকটের জন্যই বাইডেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র।

হোয়াইট হাউস জানিয়েছে, রবিবার জি-৭ সম্মেলন শেষ হওয়ার পরই বাইডেন দেশে ফিরবেন। তারপর তিনি আবার মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বাজেট নিয়ে যাতে মতৈক্য হয়, যুক্তরাষ্ট্র যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করবেন বাইডেন।

এরই মধ্যে হোয়াইট হাউসে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। রিপাবলবিকান কংগ্রেস সদস্যরা মনে করছেন, একটা সমঝোতায় পৌঁছনো সম্ভব হবে। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনো বিপুল মতবিরোধ আছে।

ঘটনা হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলেও ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ৩১ হাজার ৪০০ কোটি ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তাদের দায়বদ্ধতা পুরো না করতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App