বিল শুকিয়ে মৎস্য আহরণের চেষ্টা জেলেদের

আগের সংবাদ

দিরাইয়ে সরকারিভাবে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

পরের সংবাদ

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: মে ১৭, ২০২৩ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: মে ১৭, ২০২৩ , ১০:০৮ অপরাহ্ণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধাবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে নিজের কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। ওই শিক্ষার্থীর নাম- তানভীর আহমেদ (২৪)। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮ সিরিজের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার পরিবার মেহেরপুরের গাংনী উপজেলার বসবাস করেন।

এ বিষয়ে একাধিক স্থানীয় সংবাদমাধ্যমকে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুপুর দুইটার দিকে তানভীরের সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ নিজ কক্ষের মধ্যে ফাঁস দেয়া অবস্থায় ছিলো। এখন ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ প্রসঙ্গে কোনো ধরনের তথ্য জানা নেই। তবে ওই হলের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি আরো বলেন, আপাতত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়