তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত হতে বললেন বিজিএমইএ সভাপতি

আগের সংবাদ

বৃহস্পতিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস

পরের সংবাদ

বিদেশিদের নির্দেশে নির্বাচন হবে না: মেনন

প্রকাশিত: মে ১৭, ২০২৩ , ৯:২৮ অপরাহ্ণ আপডেট: মে ১৭, ২০২৩ , ৯:২৯ অপরাহ্ণ

বিদেশিদের নির্দেশমত আগামী জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন বিদেশিদের নির্দেশে বা পরামর্শে হবে না। নির্বাচনকে উৎসব হিসেবে নেয়া দেশের মানুষ নিজেরাই সুষ্ঠু নির্বাচন করবে।

বুধবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির ৫০ বছরপূর্তিতে বছরব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশে এ কথা বলেন তিনি।

মেনন বলেন, নির্বাচন এলেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ উদ্বিগ্ন। বিদেশি বন্ধুরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা নানাভাবে হুমকি দিচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- আমরাও অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। তবে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হলে তা আমরা প্রতিহত করবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য ড. সুশান্ত দাস প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়