কুতুবদিয়ায় ঝড়ে ফিশিং ট্রলার ডুবিতে জেলে নিহত

আগের সংবাদ

বিল শুকিয়ে মৎস্য আহরণের চেষ্টা জেলেদের

পরের সংবাদ

দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

প্রকাশিত: মে ১৭, ২০২৩ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: মে ১৭, ২০২৩ , ৯:১১ অপরাহ্ণ

রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরের চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে হেটে চলা ওই হাতিটির মৃত্যু ঘটে। রাজধানী বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর পৌনে দুইটার দিকে দক্ষিণ খান কোটবাড়ি এলাকা দিয়ে এক ব্যক্তি হাতির ওপরে উঠে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় হাতিটি ঘটনাস্থলেই মারা যায়। মাহুত পালিয়ে গেছে।

আলী আকবর বলেন, প্রায় সময় ঢাকা শহরে হাতি দেখা যায়। তার ওপরে মানুষ চড়ে দোকান থেকে টাকা উত্তোলন করে থাকে। মাহুত দিয়ে পরিচালিত এমন একটি হাতি রেললাইনে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। হাতির মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। তার মালিককে খোঁজা হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়