×

সারাদেশ

৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৩:১১ পিএম

৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে দুইদিন বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। এর আগে শনিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছিল।

তবে রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় মোকার সতর্ক সংকেত কমার পর বিমানবন্দর সচলে কাজ শুরু করে কর্তৃপক্ষ। বিমানবন্দরের রানওয়েগুলো বিমান ওঠানামার উপযোগী করা হয়। সোমবার সকাল পৌনে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। সকাল ৬টা ৪৫ মিনিটে শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App