×

সারাদেশ

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:২৫ পিএম

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আরাফাত উদ্দীন (২৩) ও মোহাম্মদ শাহজাহান (১৯) নামের দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালত। (১৫ মে) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার নারায়নহাট ইউনিয়নের জুজখোলা এলাকার কুলাল পাড়া বাজার সংলগ্ন হালদা নদী থেকে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আরাফাতকে ৬ মাস ও শাহজাহানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ভুজপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিচালনার সময় নারায়নহাট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিট্টেষ্ট কামরুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App