×

খেলা

চোটের কারণে আফগান সিরিজে অনিশ্চিত সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:৪৪ পিএম

চোটের কারণে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। চোটমুক্ত হয়ে পুনর্বাসনে লেগে যেতে পারে আরও কয়েক দিন। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে টেস্ট খেলা হবে না বাঁহাতি এ অলরাউন্ডারের।

১৪ জুন থেকে ১৭ জুলাই হবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজটি। ১৪ থেকে ১৮ জুন হবে একমাত্র টেস্ট ম্যাচ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণ অনুযায়ী, ততদিনে আঙুলের চিড় সারবে না। সে ক্ষেত্রে পুরো জুন মাসই চোট পরিচর্যা করে যেতে হবে সাকিবকে। জুলাই মাসের প্রথম দিকে হয়তো ব্যাট হাতে নিতে পারবেন। নেটে জড়তাহীন এক-দুটি সেশন অনুশীলন করতে পারলে ওয়ানডে আর টি২০ সিরিজ খেলতে পারেন।

নির্বাচক হাবিবুল বাশার আশা করছেন, আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারবেন সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে জুলাইয়ে। সবার শেষে হবে টি২০ ম্যাচ দুটি। টেস্টের পর কোরবানি ঈদের জন্য একটু বিরতি থাকবে। আশা করি, এ সময়ের ভেতরে চোট ভালো হয়ে যাবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে লাফানো বল ধরতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব। এক্স-রেতে চোটাক্রান্ত আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সূক্ষ্ম চিড় হলে সাধারণত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হয় বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। কিন্তু চোট বেশি হলে ছয় থেকে সাত সপ্তাহ লাগে। সাকিবকে ছয় সপ্তাহ বিশ্রাম দেয়ার অর্থ হলো চিড় বড়। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে বাঁহাতি এ অলরাউন্ডারকে আফগানিস্তানের বিপক্ষে খেলাতে তাড়াহুড়ো নাও করতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App