×

জাতীয়

আচরণবিধি মানতে প্রার্থীদের ‘রেড নোটিশ’ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:১০ পিএম

সিলেট সিটি করপোরেশন (এসসিসি) নির্বাচনে আচরণবিধি মানতে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের চিঠি দিয়ে চূড়ান্ত সতর্ক করলো নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ মে) দেয়া চিঠিতে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠে থাকবেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সিলেট সিটি করপোরেশনের (এসসিসি) রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত রবিবার আচরণবিধি মেনে চলার জন্য সব প্রার্থীদের চিঠি দিয়ে সতর্ক করেছি। এরপর কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সোমবার থেকে আচরণবিধি সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের অধিক্ষেত্র এলাকা পরিদর্শন করবেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। এমনকি ওই প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App