বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নাসহ আটক ১০

আগের সংবাদ

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পরের সংবাদ

৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

প্রকাশিত: মে ১৫, ২০২৩ , ৩:১১ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৩ , ৩:১১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে দুইদিন বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। এর আগে শনিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছিল।

তবে রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় মোকার সতর্ক সংকেত কমার পর বিমানবন্দর সচলে কাজ শুরু করে কর্তৃপক্ষ। বিমানবন্দরের রানওয়েগুলো বিমান ওঠানামার উপযোগী করা হয়। সোমবার সকাল পৌনে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। সকাল ৬টা ৪৫ মিনিটে শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে।’

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়