সাঈদ খোকনকে দিয়ে অনেক পুকুর উদ্ধার করেছি

আগের সংবাদ

পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন

পরের সংবাদ

ফটিকছড়িতে মেয়েকে বাল্য বিয়ে: মায়ের কারাদণ্ড

প্রকাশিত: মে ১৫, ২০২৩ , ৯:৫৮ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় আইন লঙন করে ১৫ বছরের মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে মেয়ের মা হিরু মনিকে ( ৩০) ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে ১৫ মে সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন।

এ সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মেয়ের বয়স জালিয়াতি করে হলফনামা তৈরির কথা স্বীকার করেন মেয়ের মা।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন আগামী শুক্রবার মেয়েটির গায়ে হলুদ ও শনিবার বরের বাড়িতে উঠিয়ে নেয়ার কথা ছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে নিরোধ আইনে মেয়ের মাকে ৬ মাসের ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়