×

আন্তর্জাতিক

মোকায় মিয়ানমারে তিনজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৭:১৩ পিএম

মোকায় মিয়ানমারে তিনজন নিহত

ছবি: সংগৃহীত

মোকায় মিয়ানমারে তিনজন নিহত

ফাইল ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহতের খবর এসেছে। উপকূলে আছড়ে পড়া শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন মঠ, প্যাগোডা ও স্কুলে। রাখাইনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অনেক ভবনের ছাদ উড়ে গেছে এবং অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার (১৪ মে) দুপুরের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে ঘণ্টায় ২০৯ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগে নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা। খবর সিএনএন, অ্যাসোসিয়েট প্রেসের।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর তথ্য কার্যালয় জানিয়েছে, ঝড়ের কারণে সিট্যুয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মোখার তাণ্ডবে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App