×

সারাদেশ

মোকায় কক্সবাজারে বিধ্বস্ত ২ হাজার ঘরবাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৯:৩৮ পিএম

মোকায় কক্সবাজারে বিধ্বস্ত ২ হাজার ঘরবাড়ি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে কক্সবাজারের দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, ঘূর্ণিঝড়ে জেলার আরো ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন: মোকা তাণ্ডবে লণ্ডভণ্ড হাজারো ঘর

রবিবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান। তিনি বলেন, ঘূণিঝড় মোকার প্রভাবে জেলার অন্তত দুই হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া, ১০ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, ঘূর্ণিঝড়ে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুধু সেন্টমার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে।

আরো পড়ুন: টেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

জেলা প্রশাসক ঘূর্ণিঝড়ে বেশ কয়েকজন আহতের খবর দিলেও নিহতের হিসাব দিতে গিয়ে বলেছেন, এখন পর্যন্ত (সন্ধ্যা) কেউ নিহত হওয়ার খবর আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App