×

আন্তর্জাতিক

মিয়ানমারে ঝড়ের ঝুঁকিতে লাখ লাখ আশ্রয়হীন মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৪:২০ পিএম

মিয়ানমারে ঝড়ের ঝুঁকিতে লাখ লাখ আশ্রয়হীন মানুষ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোকা রাখাইন রাজ্যের কাছাকাছি এগিয়ে আসায় সেখানকার লক্ষ্যাধিক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় চলে গেছেন বলে জানিয়েছে মিয়ানমারের ইরাবতী পত্রিকা।

বর্তমানে সেখানে ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। খবর বিবিসির।

ইরাবতী জানিয়েছে, মিয়ানমারের সামরিক অভিযানের মুখে যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, সেই সাড়ে সাত লাখ মানুষ বিশেষ ঝুঁকিতে রয়েছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী, সাগাং এবং মগওয়েতে সাড়ে সাত লাখ বাস্তুচ্যুত মানুষ বসবাস করছে।

আরাকান আর্মির একজন মুখপাত্র খাইং থু খা জানিয়েছেন, তারা রাখাইন রাজ্য থেকে এক লাখ দুই হাজার মানুষকে সরিয়ে নিয়েছেন। তাদের খাবার ও স্বাস্থ্যগত সহায়তা দেয়া হচ্ছে। সোয়েতে শহরের ৭৫ শতাংশ নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

ইরাবতী পত্রিকার একাধিক ছবিতে দেখা যাচ্ছে, অসংখ্য বাসিন্দা পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় শিবিরে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App