×

আন্তর্জাতিক

ভোট দিলেন বিশ্বরেকর্ডকারী লম্বা পুরুষ ও নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:২৯ পিএম

ভোট দিলেন বিশ্বরেকর্ডকারী লম্বা পুরুষ ও নারী

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও নারী ভোট দিয়েছেন।

রবিবার (১৪ মে) দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের রেকর্ডধারী সুলতান কোসেন ভোট দেন। তার উচ্চতা ৮ ফুট ২.৮২ ইঞ্চি। তুরস্কের মারদিনের দেদে গ্রামের বাসিন্দা তিনি। মারদিনের ডেরিক জেলায় আলিবে এলাকায় ভোট দেন বিশ্বের লম্বা পুরুষের রেকর্ডধারী।

‘আশা করি এই ভোটে আমার দেশের মঙ্গল হবে’

উল্লেখ্য, ২০০৯ সালে গিনেস বুক অব রেকর্ডসে তার ঠাঁই হয়। তখন তার হাতের দৈর্ঘ্য ছিল ২৭ দশমিক ৫ সেন্টিমিটার। বিপরীতে পায়ের দৈর্ঘ্য ছিলো ৩৬ দশমিক ৫ সেন্টিমিটার। খবর ডেইলি সাবাহর।

লম্বা হওয়ার কারণে তাকে সাধারণ গাড়িতে করে বহন করা অসম্ভব। তাছাড়া, অতিরিক্ত লম্বা হওয়ায় কোসেনের হাঁটতেও বেশ অসুবিধা বোধ করেন সুলতান কোসেন। সেই কারণে একটি ট্রাক্টর ট্রেইলারের পেছনে করে নিয়ে যাওয়া হয় আলিবে ভিলেজ প্রাইমারি স্কুলে। সেখানেই ভোট দেন তিনি। ভোট দিয়ে বলেন, ‘আশা করি এই ভোটে আমার দেশের মঙ্গল হবে।’

‘যারা শারীরিকভাবে চলাচলে সংকটে আছেন তাদের জন্য মোবাইল ব্যালট বাক্স উপযুক্ত। দেশের মঙ্গল কামনা করি আমি’

অপরদিকে, বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গেলগি তুরস্কের নাগরিক। তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনিও। হাড়ের অস্বাভাবিক বৃদ্ধিজনিত সমস্যা, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ওয়েভার সিনড্রোম বলা হয়, তাতে ভুগছেন তিনি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী দেশটির কারাবাকে বসবাস করেন। হাঁটাচলায় সমস্যা আছে তারো। এ জন্য কর্মকর্তারা তার কাছে মোবাইল ব্যালট বাক্স নিয়ে যান। সেখানেই তিনি ভোট দেন। রুমেইসার উচ্চতা ২ মিটার ১৫ সেন্টিমিটার। ভোট দিয়ে মতামত দিয়েছেন, ‘যারা শারীরিকভাবে চলাচলে সংকটে আছেন তাদের জন্য মোবাইল ব্যালট বাক্স উপযুক্ত। দেশের মঙ্গল কামনা করি আমি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App