×

জাতীয়

ছাত্রলীগের কমিটি চূড়ান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৯:১৩ এএম

ছাত্রলীগের কমিটি চূড়ান্ত

ছবি: সংগৃহীত

২৫ মের মধ্যেই কেন্দ্রীয় কমিটি ঘোষণা ঠাঁই পাচ্ছে তৃণমূল নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদকসহ ৮ নতুন পদ
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই এ কমিটি ঘোষণা হবে। এমনটিই ভোরের কাগজকে জানিয়েছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। জানা গেছে, ছাত্রলীগের এবারের পূর্ণাঙ্গ কমিটিতে থাকছে বেশ কিছু নতুনত্ব। এবার কমিটিতে বিভিন্ন সম্পাদক, উপ-সম্পাদক ও সদস্য পদ কমানো হয়েছে। পদ কমানো হলেও আটটি নতুন সম্পাদক, উপসম্পাদক পদ যোগ করে পূর্বের ন্যায় ৩০১ সদস্য বিশিষ্ট খসড়া কমিটি তৈরি করা হয়েছে। তবে এটি বাড়তে পারেও বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ভোরের কাগজকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি আমরা আগে থেকেই নিয়ে রেখেছি। ইতোমধ্যে আমাদের কমিটি চূড়ান্ত করা হয়েছে। এবারের কমিটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সারাদেশ থেকেই নেতৃত্ব অন্তর্ভুক্তি করা হবে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে সারাদেশেই ছড়িয়ে দিতে চাই। সেভাবেই কমিটি চূড়ান্ত করেছি। ঈদের আগেই আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রস্তুতি ছিল। এখন ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক দেশরতœ শেখ হাসিনার অনুমতি নিয়েই আমরা খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। নতুন কমিটি আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। নৌকার জন্য ভোট চাইবে। তিনি বলেন, সামাজিক মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচার, গুজবের বিরুদ্ধে লড়াই করবে নতুন কমিটির নেতাকর্মীরা। সেভাবেই আমরা পরিশ্রমি, ত্যাগী ও উদ্যমী একঝাঁক তরুণ নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দিয়েছি। এই কমিটিই স্মার্ট বাংলাদেশ গঠনের সারথী হবে। এর আগে গত ১১ এপ্রিল সৃজনশীল, কর্মমুখী, যুগোপযোগী ও পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে ছাত্ররাজনীতি নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে আটটি নতুন সম্পাদকীয় পদ সংযুক্ত করা হয়। যুক্ত হওয়া নতুন এই আটটি পদ সংগঠনের সর্বোচ্চ অভিভাবকের নির্দেশ ও অনুমতিক্রমে করা হয়। সংযুক্ত হওয়া নতুন এই আটটি পদ হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমবিষয়ক সম্পাদক। পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভোরের কাগজকে বলেন, আমরা ইতোমধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৩০১ সদস্য বিশিষ্ট খসড়া কমিটি তৈরি করেছি। নতুন এই কমিটিতে কিছু সম্পাদক, উপসম্পাদক ও সদস্য পদ বাদ দিয়ে নতুন আটটি সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। আমাদের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে যোগ্যদের স্থান দেয়া হয়েছে। এর আগে ২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলন এবং ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন শেষে ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওইদিন কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের ১৩ দিন পরে ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে আংশিক কমিটি ঘোষণা করেন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দিতে ইতোমধ্যে বেশ কয়েকবার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুরো রমজান মাসজুড়ে কমিটির খসড়া প্রস্তুত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঈদের আগেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রস্তুতি ছিল। কিন্তু ঈদ সামনে রেখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে যে কোনো দিন কমিটি ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App