×

জাতীয়

উপকূলের আরও কাছে মোকা, ঢাকায় কাল থেকে বাড়বে বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৪:০৭ পিএম

উপকূলের আরও কাছে মোকা, ঢাকায় কাল থেকে বাড়বে বৃষ্টি

ছবি: সংগৃহীত

উপকূলের আরও কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় মোকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেল ৩টায় সাইক্লোন বডি স্থলভাগ স্পর্শ করেছে।

রবিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ বাড়ছে জানিয়ে তিনি বলেন, '১১টা ৩৫ মিনিটে টেকনাফে ৮২ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। দুপুর ১টায় সেন্টমার্টিনের বাতাসের গতি ছিল ১০০ কিলোমিটার।'

'ঝড়ের কেন্দ্র আঘাত হানবে মিয়ানমারের সিটুয়ে দিয়ে কিন্তু সেন্টমার্টিন কেন্দ্রে আওতায় পড়বে। যেহেতু কেন্দ্রের পরিধি ৭৪ কিলোমিটার, সেন্টমার্টিন থেকে সিটুয়ের দূরত্ব ৫০ কিলোমিটার,' বলেন আজিজুর রহমান।

সেন্টমার্টিন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল টেলিফোনে যুক্ত হয়ে বলেন, 'বাতাস বাড়ছে, ৩ তলা ভবন কাঁপছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝড় যখন স্থলভাগে উঠে পড়বে তখন বাতাসের গতিবেগ কমে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হবে। সোমবার থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। চট্টগ্রাম এবং এই অঞ্চলে সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে। সাইক্লোনের বডি আমাদের উপকূল থেকে দূরে এবং মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, তাই সব এনার্জি সেন্টারের দিকে পুঞ্জিভূত হচ্ছে। যে কারণে দেশে বৃষ্টিপাত কমে গেছে। সাইক্লোনের বডি যখন স্থলভাগে উঠে যাবে তারপরে বৃষ্টিপাত বাংলাদেশে বেড়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App