×

জাতীয়

ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৩:৩৭ পিএম

ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকোর মৃত্যু হয়েছে। নিহত দুজনের নামই রাব্বি। বয়স ১৮-২২ বছর।

শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন মারা যান।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. সোহাগ বলেন, তারা পোস্তগোলা এলাকায় খাদিজা টেক্সটাইল মিলের নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। সকালে তৃতীয় তলার দাড়িয়ে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ খুলছিলো। এসময় অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যায় তারা দুজন।

সোহাগ আরো বলেন, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। রাব্বির (১৮) বাবার নাম আব্বাস আলী ও আরেক রব্বীর (২২) বাবার নাম মো. লিটন। বর্তমানে পোস্তগোলার ওই নির্মানাধীন ভবনেই থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App