×

শিক্ষা

ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৬:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের 'বিজনেস স্টাডিজ' ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিজনেস স্টাডিজ ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৩৬৮টি। এ ইউনিটে মোট আসন এক হাজার ১০৫০টি। সে হিসাবে আসন প্রতি লড়েছে প্রায় ৩৯ পরীক্ষার্থী।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপউপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমাদের পরীক্ষা শান্ত ও সুষ্ঠুভাবে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App