×

সারাদেশ

আলফাডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৯:২৬ পিএম

আলফাডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগ

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ বোস বাদি হয়ে ৩১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ও এজাহারভুক্ত চার আসামীকে আটক করে পুলিশ । তারা হলো বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের আল-আমীন হোসেন পলাশ (৩০), মো. সাজ্জাদ শেখ (২০) এবং আলফাডাঙ্গা পৌর এলাকা শ্রীরামপুর গ্রামের ইয়াছিন খাঁ (২৪) ও শাকিল শেখ (২৮)। এরপর শনিবার( ১৩ মে) দুপুরে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, দু'পক্ষে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল ছুড়ে আক্রমণকারীরা । এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য হলেন থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আবু শহীদ ও এএসআই চন্দন সমাদ্দার। মামলার বাদী এসআই প্রকাশ বোস ভোরের কাগজকে জানান, পুলিশের ওপর আতর্কিত হামলা করে সংঘর্ষকারীরা।পরে অতিরীক্ত পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।পরবর্তীতে এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকায় চুয়াল্লিশের মোড়ে পৌর এলাকার শ্রীরামপুর ও বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের নিকট অবস্থান নেয়। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে ও ব্রীজের ওপর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল মারে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে এসআই আবু শহীদ ও এএসআই চন্দন সমাদ্দার নামে দু'পুলিশ সদস্য মারাত্মক জখম হয়।পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনায় সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলায় ৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App