বাড়ি ফেরা নিয়েও নাটক করেছে পুলিশ: ইমরান খান

আগের সংবাদ

উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন ফখরুল

পরের সংবাদ

ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মে ১৩, ২০২৩ , ৩:৩৭ অপরাহ্ণ আপডেট: মে ১৩, ২০২৩ , ৩:৩৭ অপরাহ্ণ

রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকোর মৃত্যু হয়েছে। নিহত দুজনের নামই রাব্বি। বয়স ১৮-২২ বছর।

শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন মারা যান।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. সোহাগ বলেন, তারা পোস্তগোলা এলাকায় খাদিজা টেক্সটাইল মিলের নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। সকালে তৃতীয় তলার দাড়িয়ে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ খুলছিলো। এসময় অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যায় তারা দুজন।

সোহাগ আরো বলেন, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। রাব্বির (১৮) বাবার নাম আব্বাস আলী ও আরেক রব্বীর (২২) বাবার নাম মো. লিটন। বর্তমানে পোস্তগোলার ওই নির্মানাধীন ভবনেই থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়