ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

৬ বোর্ডে রবি-সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

পরের সংবাদ

উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন ফখরুল

প্রকাশিত: মে ১৩, ২০২৩ , ৩:৪০ অপরাহ্ণ আপডেট: মে ১৩, ২০২৩ , ৩:৪০ অপরাহ্ণ

বাসাবদল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ মে) রাজধানীর উত্তরার বাসা ছেড়ে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের পাশের একটি বাসায় উঠেছেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ভাবী (মির্জা ফখরুলের স্ত্রী) অসুস্থ। তার চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম বাসা পরিবর্তন করেছেন। স্বাভাবিক কারণেই তিনি বাসা পরিবর্তন করেছেন।

গত এক যুগের বেশি সময় ধরে উত্তরায় থাকতেন বিএনপি মহাসচিব। এর আগে ঢাকা মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিকবার মির্জা ফখরুলের উত্তরার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করার মতো ঘটনাও ঘটেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়