×

জাতীয়

বিঘ্নিত হবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৫৮ পিএম

বিঘ্নিত হবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে শনিবার চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। এছাড়া, কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটবে।

শুক্রবার (১২ মে) রাতে জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। মোকার প্রভাব শক্তিশালী হওয়ায় শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

এছাড়া, চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ অথবা আংশিক চালু থাকতে পারে। এ কারণে বিভিন্ন এলাকায় নিরাপদ ছিলো বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।

এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দ্রুততম সময়ে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App