×

খেলা

টেক্টরের সেঞ্চুরি, আইরিশরা দুইশ’ ছাড়ালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:১৩ পিএম

টেক্টরের সেঞ্চুরি, আইরিশরা দুইশ’ ছাড়ালো

টেক্টর। ছবি: সংগৃহীত

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে। দুই ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৬ রানে দু্ই উইকেট ‍তুলে নেন হাসান মাহমুদ। পরে ধাক্কা সামলে বালর্বিনি, টাকাররা ফিরেছেন। তবে হ্যারি টেক্টর সেঞ্চুরি তুলে নিয়েছেন।

আয়ারল্যান্ড ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা হ্যারি টেক্টর শতরান করেছেন। তার সঙ্গী জর্জ ডকরেল করেছেন ২১ রান। লরকান টাকার ১৬ ও বালর্বিনি ৪২ রান করে শরিফুলের বলে ফিরেছেন। ওপেনার পল র্স্টালিং শূন্য ও স্টিফেন দোহানি আউট হয়েছেন ১২ রান করে। খবর ফার্স্টপোস্টের।

চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ফ্রেশ উইকেটে অনুষ্ঠিত হচ্ছে। পেসাররা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। আইরিশ টপ অর্ডারের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর আগে বৃষ্টিতে দুই দলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। যে কারণে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গেছে আইরিশদের। দ্বিতীয় ম্যাচেও ফল হবে কিনা বলা কঠিন।

বাংলাদেশের একাদশ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন। আয়ারল্যান্ড একাদশ স্টিফেন দোহানি, পল র্স্টালিং, আন্দ্রে বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, আন্দ্রে ম্যাকবির্নি, মার্ক এডায়ার, জসুয়া লিটিল, গ্রাহাম হিউম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App