×

আন্তর্জাতিক

‘গ্রেপ্তারের সময় আমার মাথায় আঘাত করা হয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

‘গ্রেপ্তারের সময় আমার মাথায় আঘাত করা হয়’

ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের সময় তার মাথায় আঘাত করা হয়েছিলো বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি দাবি করেন, তার সঙ্গে ভালো আচরণ করেছেন তদন্তকারী সংস্থা পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) সদস্যরা।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় তার দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই জামিন শুনানির জন্য এই আদালতে হাজির ছিলেন ইমরান খান। খবর ডনের।

আদালত চত্বরে ইমরান আরো বলেন, গ্রেপ্তারের পর স্ত্রী বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, আমি এনএবি সদস্যদের অনুরোধ করেছিলাম, তারা যেন আমাকে স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেন। পরে ল্যান্ডফোনে বুশরার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন তারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেপ্তার করেন এনএবির সদস্যরা। এতে রেঞ্জার্স সদস্যদের সহায়তা নিয়েছিলেন তারা। ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App