×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শনিবার বন্ধ রাখার ঘোষণা স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৪:২৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শনিবার বন্ধ রাখার ঘোষণা স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিলস এলাকায় পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের কথা ছিল কাল শনিবার ভোরে। এ কাজের জন্য কাল ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসার কারণে এ সিদ্ধান্ত স্থগিত করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এ কারণে কাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ থাকবে না।

শুক্রবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।

তিনি জানান, আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে মহাসড়ক বন্ধ করে পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের জন্য সিদ্ধান্তটি তাঁরা স্থগিত করেছেন। গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। কখন পদচারী–সেতুর ডেক বিম তোলা হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App