×

জাতীয়

সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:৩৩ পিএম

সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোকা বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। আজ বৃহস্পতিবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

আজিজুর রহমান বলেন, বর্তমানে সাগর খুবই উত্তাল রয়েছে। নদী ও সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকা আজ রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোকা! আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মোকা বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ১৩ মে থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকা দুভাগে ভাগ হয়ে একটি অংশ কক্সবাজার দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। সবচেয়ে শক্তিশালী অংশ মিয়ানমারের ওপর দিয়ে অতিক্রম করবে। কক্সবাজার, বরগুনা, নোয়াখালীসহ উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App