×

আন্তর্জাতিক

সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০১:২৮ পিএম

সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল পাকিস্তানে এবার জনশৃঙ্খলা রক্ষা আইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১১ মে) ভোরে কুরেশিকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। তবে বুধবার বিকেলেই কুরেশিকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়। অবশেষে আজ (বৃহস্পতিবার) ভোরে তাকে ইসলামাবাদের বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় দাঙ্গা-অগ্নিসংযোগের মামলায় কুরেশিকে ধরার জন্য খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের আগে কুরেশি পিটিআইয়ের নেতা-কর্মীদের দেশের প্রকৃত স্বাধীনতার জন্য তাঁদের সংগ্রাম চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার রাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। এছাড়া গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এর মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর, ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী। ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভে দলটির প্রায় ৫০ নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে পিটিআই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App