মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

আগের সংবাদ

কিস্তির টাকা দিতে না পারায় মৎস চাষীকে পিটিয়ে জখম

পরের সংবাদ

স্বাস্থ্যসেবায় নিশ্চিত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ

প্রকাশিত: মে ১১, ২০২৩ , ১১:৪৫ পূর্বাহ্ণ আপডেট: মে ১১, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় নিশ্চিত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‌‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি এখানে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এ জন্য ফান্ড তৈরি করতে হবে। দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য খাদ্য নিশ্চিতে তার সরকার কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে সরকার।

ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়।’ এসময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপরেও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়