×

খেলা

বাংলাদেশের নারী ক্রিকেটারকে নিয়ে লঙ্কান ধারাভাষ্যকারের বেফাঁস মন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১১:৩৭ পিএম

বাংলাদেশের নারী ক্রিকেটারকে নিয়ে লঙ্কান ধারাভাষ্যকারের বেফাঁস মন্তব্য

লঙ্কান ধারাভাষ্যকার রোশন আবেসিংহে। ফাইল ছবি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই জয় ছাপিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দেন লঙ্কান ধারাভাষ্যকার রোশন আবেসিংহে। বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তারকে নিয়ে বেফাঁস এক মন্তব্য করেন তিনি।

ম্যাচের ১৩তম ওভারের তৃতীয় বলে ঘটনাটি ঘটে। বল করতে গিয়ে হাতের আঘাতে স্ট্যাম্প ভাঙেন নাহিদা। আম্পায়ার নো বলের ইশারা দেন। ঠিক সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রোশান। তখন তিনি বলেন, এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। এক. স্পিনার নো বল করেছে। দুই. একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূরে যায় না। তাই তাদের নো বল করা উচিত নয়।

রোশানের এমন মন্তব্য ভালোভাবে নেননি দর্শকরা। ধারাভাষ্যের সেই অংশ টুইটারে ছড়িয়ে পড়ে। যা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। এই ঘটনা পড়ে ক্ষমা চান রোশান। তিনি বলেন, আমি কাউকে হেনস্থা বা আঘাত করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম। কিন্তু তার পরেও যদি কারো খারাপ লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App