×

অর্থনীতি

একদিনের মধ্যে রিজার্ভ বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৩:৪১ পিএম

গত সোমবার সাত বছরের মধ্যে সর্বনিম্ন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ২ হাজার ৯৭৭ কোটি ডলারে (২৯ দশমিক ৭৭ বিলিয়ন)। গত মঙ্গলবার আবার একদিনের মাথায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬ কোটি ডলারে কোটি (৩০ দশমিক ৩৬ বিলিয়ন)।

গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ বাবদ ৫০৭ মিলিয়ন ডলার পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভে পরিমাণ বেড়েছে।

এ বিষয়ে আজ বুধবার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘গতকাল (মঙ্গলবার) বিশ্বব্যাংকের ৫০৭ মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। ফলে এখন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন।

তিনি আরো বলেন, ‘সামনে রিজার্ভের পরিমাণ আরো বাড়বে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কারণে দ্রুত ডলার সংকট কেটে যাবে বলে মনে করছে তিনি। জুনের শেষে দিকে ৩২ বিলিয়নের ওপরে থাকবে বলে আশা করেন তিনি।’

গত সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মাসের আমদানি বিল ১১৮ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে রিজার্ভ কমে ২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই অঙ্ক গত ৭ বছরে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে রিজার্ভ ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ছিলো।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গত সোমবার আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা আকুর (মার্চ-এপ্রিল) আমদানি বিল বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধ করা হয়। ফলে এদিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৭ কোটি ডলারে (২৯ দশমিক ৭৭ বিলিয়ন)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে যদি রিজার্ভ হিসাবায়ন করা হয়, তাহলে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার রিজার্ভ এই হিসাব থেকে কমে যাবে। সেই হিসাবে প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়াবে ২৪ বিলিয়ন । প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে রিজার্ভ পরিমাণ কমতে শুরু করে। এর আগে ধারাবাহিকভাবে যা বাড়ছিলো। ১০ বছর আগে ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বেড়ে ২০২০ সালের ১ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়। ওই বছরের ৮ অক্টোবর ৪০ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক অতিক্রম করে রিজার্ভ। এরপর তা বেড়ে করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ রেকর্ড গড়ে ২০২১ সালের ২৪ আগস্ট। ওইদিন রিজার্ভ ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার বা চার হাজার ৮০৪ কোটি ডলারে উঠে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App