যেখানে আছে ইমরান খান

আগের সংবাদ

একদিনের মধ্যে রিজার্ভ বাড়লো

পরের সংবাদ

আলফাডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ৩:২৯ অপরাহ্ণ আপডেট: মে ১০, ২০২৩ , ৫:১৭ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে হৃদয় খান নামে এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। হৃদয় খান উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রামের ওসমান খানের ছেলে।

বূধবার (১০ মে) পৌনে দুইটায় উপজেলার বানা ইউনিয়নের আউশেরহাট কোনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানতে চাইলে আদালতের বিচারক রফিকুল হক ভোরের কাগজকে বলেন, আদালত চলাকালীন সময় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম দেখা দেয়ায় অসাধু ব্যবসায়ী হৃদয় খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।তিনি আরও বলেন,আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও আশাবাদ জানান তিনি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়