×

জাতীয়

হেরিটেজ বলয় সৃষ্টি করবে ঢাকা দক্ষিণ সিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:৩৬ পিএম

হেরিটেজ বলয় সৃষ্টি করবে ঢাকা দক্ষিণ সিটি

ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে পৃথক ৭টি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৯ মে) ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় গেজেটভুক্ত ৭৪ ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ৬৬টির অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায়। এসব স্থাপনাসহ আরো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কয়েকটি স্থাপনাকে নিয়ে সাতটি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (১০ মে) ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করবেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এ মন্দির এলাকায় অনেক ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এগুলো কীভাবে সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা যায়, তার পরিকল্পনা নেয়া হবে। পর্যায়ক্রমে ডিএসসিসির অধীনে থাকা অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App