×

খেলা

বৃষ্টির কারণে সাময়িক বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:১৪ পিএম

বৃষ্টির কারণে সাময়িক বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে আয়ারল্যান্ড।

১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড। ২১ রান নিয়ে ব্যাট করছেন হ্যারি টেক্টর। তার সঙ্গী লরকান টাকার। ওপেনার পল র্স্টালিং ১০ বলে ১৫ রান করে শরিফুলের বলে আউট হন। পেসার হাসান মাহমুদের বলে আউট হন অধিনায়ক আন্দ্রে বালবির্নি। স্টিফেন দোহানি ১৭ রান করে ফেরেন তাইজুলের বলে।

এর আগে আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন। নাজমুল শান্তর ব্যাট থেকে আসে ৪৪ রান। তাওহীদ হৃদয় ও মেহেদি মিরাজ ২৭ রান করে যোগ করেছেন।

আয়ারল্যান্ডের হয়ে জসুয়া লিটিল ১০ ওভারে ৬১ রান দিয়ে তিন উইকেট নেন। মার্ক এডায়ার ১০ ওভারে ৪৪ রান দিয়ে দুটি ও পেসার হিউম ১০ ওভারে ৩২ রান নেন দুই উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App