×

আন্তর্জাতিক

পাকিস্তানে ইন্টারনেট বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১১:০৭ পিএম

পাকিস্তানে ইন্টারনেট বন্ধ
পাকিস্তানে ইন্টারনেট বন্ধ

পাকিস্তানে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার দলীয় সমর্থকরা বিক্ষোভ করছে।

পাকিস্তানের কয়েকটি প্রদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ইন্টারনেটের ব্যবহার সীমিত করা হয়েছে। খবর ডনের।

মঙ্গলবার (৯ মে) ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।

এ ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালাপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেশ কয়েকটি প্রদেশে সেনানিবাসের ভেতরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

পাকিস্তানের টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, সারাদেশে মোবাইল ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

নেটব্লকস জানিয়েছে, ইমরান খানের গ্রেফতারের মধ্যে পাকিস্তানজুড়ে টুইটার, ফেসবুক ও ইউটিউবের ব্যবহার সীমিত ছিল। কিছু অঞ্চলে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App