×

জাতীয়

নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব, প্রতীক আপেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৮:৫৩ পিএম

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নিবন্ধন নম্বর ৪৬, প্রতীক আপেল। উচ্চ আদালতের আদেশে এ দলটিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন-ইসি।

আজ মঙ্গলবার (৯ মে) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিট পিটিশনের (১২৭৩৭/২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং সিভিল পিটিশন ফর লিভ টু এপিল নং-২২৩৩ অব ২০১৯ (Civil Petition for leave to Appeal No. 2233 of 2019) এর উপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে আরপিও ( The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972 ) এর চ্যাপ্টার ৬ এ (Chapter VIA) এর বিধান অনুযায়ী বাড়ি-২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App