×

ফিচার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৩:৪১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বাহারি ফুল

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে চার লেনের রাস্তার মাঝখানের ডিভাইডারে বিভিন্ন রকমের ফুল গাছে বাহারি রকমের ফুলের শোভা পাচ্ছে। দেশের সবচেয়ে বেশি যানবাহন চলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে।

প্রতিদিন প্রায় ৪৫ হাজার যানবাহন নিয়মিত চলাচল করে এ মহাসড়ক দিয়ে। দেশের অর্থনীতির লাইফ লাইন বলা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে। বাস, ট্রাক ও মাইক্রো বাসসহ যানবাহনগুলো যখন মহাসড়ক দিয়ে চলাচল করে তখন ফুলগাছগুলো বাতাসে দোলতে থাকে।

মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে সময় বাহারি রকমের ফুলের কারনে বাসে থাকা যাত্রীদের মন ভাল হয়ে যায়। অনেক সময় বাস মহাসড়কের জ্যামে আটকা পড়লে যাত্রীরা বাস থেকে নেমে ফুল গাছের সাথে ছবি তুলে থাকেন।

[caption id="attachment_428876" align="alignnone" width="1041"] ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর[/caption]

সড়ক ডিভাইডারে ফুটেছে জারুল, টগর, কদম, রক্ত কবরী, হলুদ কবরীসহ নাম না জানা আরো কত রকমের ফুল। তবে সব ফুলের ভিড়ে নিজের রাজত্ব সাজিয়েছে জারুল ফুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে ফুলগাছ বেশি দেখা যায়।

প্রতি সাপ্তাহে ঢাকা থেকে কুমিল্লা আসেন একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকুরিরত গাউস পেয়ারা খান, তিনি জানান, আমি প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার কুমিল্লা আসি এবং শনিবার বিকেলে বা রবিবার ভোরে আবার ঢাকা চলে যাই। সড়কের মাঝখানে ডিভাইডার থাকার কারণে দুর্ঘটনা কম হয়। আবার ডিভাইডারে অনেক রকমের ফুলের সমারোহ থাকার দরুণ অনেক সুন্দর লাগে। বাস কখনো জ্যামে আটকা পড়লে যাত্রীরা তাদের কাছে থাকা মেবাইল ফোন দিয়ে বাসের জানালা দিয়ে ফুলের ছবি তুলতে দেখা যায়।

[caption id="attachment_428877" align="alignnone" width="1400"] ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর[/caption]

ঢাকায় কর বিভাগে চাকরি করেন মো. মিজানুর রহমান তিনি ভোরের কাগজকে বলেন- ঢাকা থেকে কুমিল্লা প্রতি মাসে ৩ বার আসা যাওয়া করি। ডিভাইডারের মাঝখানে বাহারি রকমের ফুলগাছের হরেক রকমের বাহারি ফুলের শোভা মহাসড়কের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ভোরের কাগজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে লাগানো ফুলগুলো সত্যি দেখতে মনোমুগ্ধকর। রাস্তায় জ্যাম থাকলে যাত্রিদেরকে ফুলগাছের সাথে ছবি তুলতে দেখা যায়। আবার অনেক যাত্রি বাসের জানালা দিয়েও ছবি তুলেন।

মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কাবিলা অংশে একটি দোকানদার কবির হোসেন। তিনি বলেন, গত চাইরটা বছর ধইরা বিশ্বরোডের আইল্যানে ফুলডি ফুডে। সময় কইরা আমডাও গিয়া সেলফি তুলি। যহন সবডি ফুল ফুটলে মারাত্মক সুন্দর লাগে।

[caption id="attachment_428884" align="alignnone" width="1600"] ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর[/caption]

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, উন্নত দেশগুলোতে সড়ক ডিভাইডারের মাঝখানে বিভিন্ন ফুলগাছ থাকে তাই আমরাও পরিবেশের সৌন্দর্য রক্ষার চেষ্টা করছি। এতে যানবাহনে থাকা যাত্রীদের মনে আনন্দ দেবে।

কুমিল্লা গার্ডেনস সোসাইটির প্রতিষ্ঠিতা সভাপতি আবু নাঈম ভোরের কাগজকে বলেন, মহাসড়কে এখন জারুল ফুটে আছে। কিছুদিন আগে সোনালু ফুলও ছিল। এখন জারুলের পাশাপাশি রক্তকবরী, বাগান বিলাস আরও বেশ কিছু ফুল গাছ রয়েছে। মহাসড়কের ডিভাইডারে ফুল গাছ লাগানো নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের মুহাম্মদ রহমত উল্লাহ ভোরের কাগজকে জানান, ভ্রমনকারীদের একগুয়েমি কাটাতে মহাসড়কের ডিভাইডারে লাগানো ফুলগাছগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাহারি ফুলের সৌন্দর্য ভ্রমনকারীদের মুগ্ধ করে।

জারুল ফুল বাংলার চেরী ফুলহিসেবে বিবেচিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে জারুল ফুল গাছগুলোর সৌন্দর্যে ভ্রমনকারীরা বিমোহিত হন।

[caption id="attachment_428881" align="alignnone" width="1600"] ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App