লোকাল ট্রেন বাড়ানোর সুপারিশ

আগের সংবাদ

সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরের সংবাদ

রাজশাহী জাপা

রওশন এরশাদের নেতৃত্বে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি

প্রকাশিত: মে ৯, ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ আপডেট: মে ৯, ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ

দিনক্ষণ গণনায় আর মাত্র সাত মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কি প্রক্রিয়ায় নির্বাচন হবে বা কোন সরকারের অধিনে নির্বাচন হবে, তা নিয়ে রাজনৈতিক উত্তাপ থাকলেও কমবেশি সব দলই নির্বাচনে অংশ নিতে মাঠ গোছানোর কাজ শুরু করেছে। ঠিক তেমনি সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও এরইমধ্যে মাঠ দখলে রাখার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। পার্টির সংসদীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তার মুখপাত্র কাজী মামুনূর রশীদকে প্রধান করে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করেছেন।

গেলো ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগী সাংগঠনিক টিম গঠন করা হয়। সে ধারায় আজ মঙ্গলবার (৯ মে) রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ ও কাজী মামুনূর রশীদের যৌথ স্বাক্ষরে গঠিত রাজশাজী বিভাগীয় সাংগঠনিক টিমে শাহাবুদ্দিন বাচ্চুকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটি গঠনের দ্রুততম সময়ের মধ্যে তৎপরতা শুরুর নির্দেশনা জারি করে রাজশাহী সাংগঠনিক সমন্বয় কমিটিতে জেলা ওয়ারি ১৪ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন, ১. অ্যাড. ইকবাল হোসেন, অ্যাড. মুখলেছুর রহমান, অধ্যাপক সাইফুর রহমান সাবু, মো. কামারুজ্জামান, মো. এমদাদুল হক হোয়াইটম্যান, মো. আতাউর রহমান, অ্যাড. শাখাওয়াত হোসেন, সোহেল রানা, সরদার জুয়েল হোসেন, এবি সিদ্দিক পল্টু, তাকাদ্দিস কাজল, খালিদ হাসান অনিক, আসাদুজ্জামান আজাদ ও ক্যাপ্টেন জাকারিয়া জয়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়