নাশকতার মামলা
নির্বাচন-পরবর্তী নাশকতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
মঙ্গলবার (৯ মে) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি জানিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
এদিন রিজভীসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত এ মামলার অভিযোগ গঠন করেন। সেই সঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা থানাধীন এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করে। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।