রাজধানীতে তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। বাস জব্দসহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম।
মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় ‘তুরাগ সিটি সার্ভিস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের দল সেখানে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই ঘাতক চালককে আটকসহ ওই বাসটি (ঢাকা মেট্রো-ব, ১৩-০৩৭৮) জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।