২০ বছর পর একসঙ্গে অক্ষয়- রাভিনা

আগের সংবাদ

খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক নগরী হিসেবে গড়তে কাজ করছি

পরের সংবাদ

গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে ১ জনসহ ৩৭ জনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: মে ৯, ২০২৩ , ১১:০০ পূর্বাহ্ণ আপডেট: মে ৯, ২০২৩ , ১১:০০ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল সোমবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এদিন মেয়র পদে ১ জনসহ ৩৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

সোমবার সকালে মনোনয়ন প্রত্যাহার শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কার্যালয়ে প্রত্যাহারপত্র জমা দেন প্রার্থীরা। বিভিন্ন ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হলেন মোট ২৩৯ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় মোট প্রার্থী রয়েছেন ৭৭ জন।

এদিকে দুপুর পৌনে একটার দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের সমর্থনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এসময় তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাবেন বলে জানান। বর্তমানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীসহ ৮ জন মেয়র পদে প্রার্থী রয়ে গেছেন।

গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সোমবার মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল। শেষ সময় পর্যন্ত ১ জন মেয়র প্রার্থী ও ৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়